Ad Code

কার্বনের সব যৌগই কী জৈব যৌগ? কারণ ব্যাখ্যা করো?

কার্বনের সব যৌগই জৈব যৌগ নয় কারণ - 

(i) কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ধাতব সায়ানাইড, ধাতব কার্বনেট ও বাই-কার্বনেট যৌগগুলি জড়বস্তু থেকে পাওয়া যায়। ফলে, কার্বনঘটিত যৌগ হওয়া সত্ত্বেও ওই যৌগগুলি জৈব যৌগ নয়।

(ii) জৈব যৌগগুলি সাধারণত সমযোজী যৌগ। এরা জলে অদ্রাব্য, কিন্তু জৈব তরলে দ্রাব্য। এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম। পক্ষান্তরে, কার্বনঘটিত অজৈব যৌগগুলি সাধারণত তড়িৎযোজী। আবার অজৈব যৌগের অধিকাংশ জলে দ্রাব্য, জৈব তরলে অদ্রাব্য। তাছাড়া এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক জৈব যৌগের তুলনায় বেশি।

(iii) জৈব যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বর্তমান। কিন্তু কার্বনঘটিত অজেব যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। অতএব, বলা যায় যে-জৈব যৌগ মাত্রই কার্বনঘটিত যৌগ, কিন্তু কার্বনঘটিত সব যৌগই জৈব যৌগ নয়।

Post a Comment

0 Comments

Close Menu