Ad Code

জুইটার আয়ন বা ডাইপোল | Zwitter Ion

 জুইটার আয়ন বা ডাইপোল : 

উত্তর: যখন কোনো অণুতে পৃথক পৃথক ভাবে ধনাত্বক ও ঋণাত্বক আধান যুক্ত গ্রুপ থাকে তাদের জুইটার আয়ন বলে।

প্রোটিনের একক অ্যামিনো অ্যাসিড এর ক্ষেত্রেও ধনাত্বক অ্যামিনো গ্রুপ(-NH2) এবং ঋণাত্বক গ্রুপ কার্বক্সিল গ্রুপ(-COOH) বর্তমান, তাই অ্যামাইনো অ্যাসিড কে ডাইপোল বা জুইটার আয়ন বলে।

Post a Comment

0 Comments

Close Menu