Ad Code

কিয়োটো প্রোটোকল (Kyoto Protocol)

কিয়োটো চুক্তি (Kyoto Protocol): 

উত্তর : ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (United Nations Framework Convention on Climate Change - UNFCCC)-এর উদ্যোগে 1997 সালে 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, তাকে কিয়োটো চুক্তি বলে। এই চুক্তি 2005 সালে 16 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

Post a Comment

0 Comments

Close Menu