Ad Code

আলোক রাসায়নিক ধোঁয়াশা ও সালফিউরাস ধোঁয়াশার পার্থক্য কি | Difference between Photochemical Smog and Sulphuras Smog

বিষয় আলোক রাসায়নিক ধোঁয়াশা(Photochemical Smog) সালফিউরাস ধোঁয়াশা (Classical Smog)
উৎপত্তি সূর্যালোকের উপস্থিতিতে বাতাসে উপস্থিত নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), হাইড্রোকার্বন (HC) আলোক-রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এবং কুয়াশার সঙ্গে মিশে আলোক-রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি করে। HC + NO2 + O2 = PAN বাতাসে ভাসমান জলকণার সঙ্গে সালফার ডাই- অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন সালফিউরিক অ্যাসিড, ধোঁয়া ও কুয়াশা মিলে এইরূপ ধোঁয়াশার সৃষ্টি করে। H2SO4 + কুয়াশা + ধোঁয়া = সালফিউরাস ধোঁয়াশা / সাধারণ ধোঁয়াশা / ক্লাসিক্যাল
প্রাথমিক ও গৌণ দুষক এক্ষেত্রে প্রাথমিক দূষক হিসেবে NO₂ ও হাইড্রোকার্বন এবং গৌণ দূষক হিসেবে PAN ও ওজোন (O₃) দায়ী। এক্ষেত্রে প্রাথমিক দূষক হিসেবে SO₂ এবং গৌণ দূষক হিসেবে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) দায়ী।
সময় সাধারণত গ্রীষ্মকালে দুপুরবেলায় প্রখর সূর্যালোকে এই ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয় প্রধানত শীতকালে সকালে খুব ঠান্ডায় এই ধরনের ধোঁয়াশা দেখা যায়।
ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ এক্ষেত্রে মিশ্রণ ঘটে না। এক্ষেত্রে মিশ্রণ ঘটে।
উৎপত্তিস্থল 1943 খ্রিস্টাব্দে লস এঞ্জেলেসে প্রথম এই ধরনের ধোঁয়াশা দেখা যায়, তাই একে লস এঞ্জেলেস ধোঁয়াশা-ও বলা হয়। 1952 খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম এই ধোঁয়াশা দেখা যায়। তাই একে লন্ডন ধোঁয়াশা-ও বলা হয়।
প্রভাব আলোক-রাসায়নিক ধোঁয়াশার প্রভাবে চোখ জ্বালা করে এবং চোখ থেকে জল পড়ে, ফুসফুসের ক্ষতি হয়। ক্ল্যাসিক্যাল ধোঁয়াশা ফুসফুসের ক্ষতি করে, ব্রংকাইটিস, শ্বাসতন্ত্রের গোলযোগ সৃষ্টি করে।
বর্ণ এর বর্ণ ঘন বাদামি (Brown)। এর বর্ণ ঘন ধূসর (Grey)।

Post a Comment

0 Comments

Close Menu