বিষয় |
আলোক রাসায়নিক ধোঁয়াশা(Photochemical Smog) |
সালফিউরাস ধোঁয়াশা (Classical Smog) |
উৎপত্তি |
সূর্যালোকের উপস্থিতিতে বাতাসে উপস্থিত নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), হাইড্রোকার্বন (HC) আলোক-রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এবং কুয়াশার সঙ্গে মিশে আলোক-রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি করে। HC + NO2 + O2 = PAN |
বাতাসে ভাসমান জলকণার সঙ্গে সালফার ডাই- অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন সালফিউরিক অ্যাসিড, ধোঁয়া ও কুয়াশা মিলে এইরূপ ধোঁয়াশার সৃষ্টি করে। H2SO4 + কুয়াশা + ধোঁয়া = সালফিউরাস ধোঁয়াশা / সাধারণ ধোঁয়াশা / ক্লাসিক্যাল |
প্রাথমিক ও গৌণ দুষক |
এক্ষেত্রে প্রাথমিক দূষক হিসেবে NO₂ ও হাইড্রোকার্বন এবং গৌণ দূষক হিসেবে PAN ও ওজোন (O₃) দায়ী। |
এক্ষেত্রে প্রাথমিক দূষক হিসেবে SO₂ এবং গৌণ দূষক হিসেবে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) দায়ী। |
সময় |
সাধারণত গ্রীষ্মকালে দুপুরবেলায় প্রখর সূর্যালোকে এই ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয় |
প্রধানত শীতকালে সকালে খুব ঠান্ডায় এই ধরনের ধোঁয়াশা দেখা যায়। |
ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ |
এক্ষেত্রে মিশ্রণ ঘটে না। |
এক্ষেত্রে মিশ্রণ ঘটে। |
উৎপত্তিস্থল |
1943 খ্রিস্টাব্দে লস এঞ্জেলেসে প্রথম এই ধরনের ধোঁয়াশা দেখা যায়, তাই একে লস এঞ্জেলেস ধোঁয়াশা-ও বলা হয়। |
1952 খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম এই ধোঁয়াশা দেখা যায়। তাই একে লন্ডন ধোঁয়াশা-ও বলা হয়। |
প্রভাব |
আলোক-রাসায়নিক ধোঁয়াশার প্রভাবে চোখ জ্বালা করে এবং চোখ থেকে জল পড়ে, ফুসফুসের ক্ষতি হয়। |
ক্ল্যাসিক্যাল ধোঁয়াশা ফুসফুসের ক্ষতি করে, ব্রংকাইটিস, শ্বাসতন্ত্রের গোলযোগ সৃষ্টি করে। |
বর্ণ |
এর বর্ণ ঘন বাদামি (Brown)। |
এর বর্ণ ঘন ধূসর (Grey)। |
0 Comments