Ad Code

Class 10 Life Science 2nd Summative Sample Question pdf

 দশম শ্রেণীর দ্বিতীয় summative পরীক্ষার জন্য একটি sample question paper দেওয়া হলো। আশা করা যায় এখান থেকে question pattern বুঝতে কোনো সমস্যা হবে না। অনেক প্রশ্ন কমন পেতে পারো। 

Class -10

Year - 2024

Exam - 2nd Summative

Subject - Life Science

Full Mark - 40

Board - WBBSE


Class 10 2nd Summative 

Life Science 


Group - A 

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো: (1x9=9)

১.১ 'Clock of Ageing' বলা হয় (ক) অ্যাড্রিনাল গ্রন্থিকে, (খ) জনন গ্রন্থিকে, (গ) থাইমাস গ্রন্থিকে, (ঘ) থাইরয়েড গ্রন্থিকে। 

১.২ মানুষের জনন কোশে অটোজোম ও সেক্স ক্রোমোজোমের সংখ্যা হল যথাক্রমে (ক) 22, 1, (খ) 44, 2, (গ) 46, 1, (ঘ) 23, 2

১.৩. যে দুটি অঙ্গ সমসংস্থ নয় তা হল (ক) বাদুড়ের ডানা ও মানুষের হাত, (খ) পাখির ডানা ও মানুষের হাত, (গ) বাদুড়ের ডানা ও পতঙ্গর ডানা, (ঘ) তিমির প্যাডেল ও ঘোড়ার অগ্রপদ।

১.৪ . যৌন জনন এর একক কি - (ক) রেনু, (খ) গ্যামেট (গ) উভয়, (ঘ) কোনোটিই নয় 

১.৫ রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX-এর অভাবে যে রোগ হয়, তা হল-

(ক) হিমোফিলিয়া-A, (খ) হিমোফিলিয়া-B, (গ) হিমোফিলিয়া-C, (ঘ) হিমোফিলিয়া-D। 

১.৬ জোড়কলম পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া হয়-

(ক) জাইলেম থেকে জাইলেমে, (খ) ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে, (গ) মজ্জা থেকে মজ্জায়, (ঘ) ফ্লোয়েম থেকে ফ্লোয়েমে। 

১.৭. নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত ও হলুদ মটর বীজের ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। -

(ক) RRYY ও rryy, (খ) RRYr ও RrYy, (গ) RRyy ও Rryy, (ঘ) rrYY ও rrYy 

১.৮ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরুপণ করো। -

(ক) অস্তিত্বের জন্য সংগ্রাম, (খ) প্রকরণের উৎপত্তি, (গ) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, (ঘ) প্রাকৃতিক নির্বাচন।

১.৯ বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে, সেটি হল-

(ক) বাম ডিম্বাশয়, (খ) পিত্তথলি, (গ) ফুসফুস, (ঘ) ডান বৃক্ক।


Group - B 


২। নীচের 9 টি প্রশ্নের মধ্যে 6 টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো: (1x6=6)

• নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পুরণ করো: (যে-কোনো একটি) (1×1=1)

২.১ পটকার পশ্চাদ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজালককে বলা হয়____। 

২.২ ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয়____।


• নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো একটি) (1×1=1)

২.৩ নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস হল 2n।

২.৪ 'Hot dilute soup' তত্ত্বের প্রবস্তা হলেন হ্যালডেন। 

○ 'A' স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে 'B' স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো: (যে-কোনো দুটি) (1×2=2)


A স্তম্ভ                                              B স্তম্ভ 

২.৫ Tt×tt                                      (ক) বয়ঃসন্ধি

২.৬ যৌন জনন                               (খ) টেস্ট ক্রস

২.৭ ঝঞ্ঝাবিক্ষুব্ধ কাল                      (গ) গ্যামেট  

                                                       (ঘ) রেনু


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: (1×2=2)

২.৮ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

প্লায়োহিপ্পাস: প্লায়োসিন:: মেসোহিপ্পাস:____

২.৯ বৃদ্ধির কোন্ পর্যায়ে একটি কোশ থেকে অঙ্গপ্রত্যঙ্গ বিশিষ্ট বহুকোশী জীবদেহ গঠিত হয়?


Group - C


৩। নীচের ৮টি প্রশ্ন থেকে যে-কোনো ৫ টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো: (2×5=10)

৩.১ 'বেঁটে মটর গাছ সর্বদাই খাঁটি হয়' উক্তিটি ব্যাখ্যা করো।

৩.২ মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন।

৩.৩ অযৌন জননের তুলনায় যৌন জননে কী কী সুবিধা আছে তা উল্লেখ করো।

৩.৪ বয়ঃসন্ধিকালে কী কী বৈশিষ্ট্য দেখা যায়?

৩.৫ জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে-এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব পদার্থের নাম লেখো।

৩.৬ পৃথিবীতে প্রথম সৃষ্ট কোশ বা প্রাথমিক কোশের বৈশিষ্ট্য উল্লেখ করো।

৩.৭ জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব উল্লেখ করো।

৩.৮ জীবের আচরণ কীভাবে অভিযোজনে সাহায্য করে।


Group - D 


৪। নীচের 3 টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো: (5x3=15)

৪.১ ফার্নের জনুক্রম একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। টরুলা দশা কি? (4+1)


অথবা, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি ধারাবাহিকতা মেনে রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। গেইটেনোগ্যামি কি?(4+1)


৪.২ পিতা ও মাতা স্বাভাবিক কিন্তু সন্তান থ্যালাসেমিয়া তে আক্রান্ত কিভাবে সম্ভব ব্যাখ্যা করো? থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ বিবৃত করো। (3+2)


 অথবা, মটর গাছের বীজের বর্ন ও বীজের আকার এর সাপেক্ষে দ্বিসংকর জনন পরীক্ষা চেকার বোর্ড এর সাহায্যে দেখাও। স্বাধীন বিন্যাস সূত্রটি লিখ। (3+2)


৪.৩ বিবর্তনের ফলে ক্রমান্বয়ে জটিলতার সৃষ্টি হয়। এই ধারণাটি মেরুদন্ডী প্রাণীর হৃৎপিন্ডের বিবরণ থেকে ব্যাখ্যা করো। ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার তত্ত্বটি বিশ্লেষণ করো। (3+2) 


অথবা, মৌমাছিরা কীভাবে আচরণগত অভিযোজনের দ্বারা পরিবেশে বেঁচে থাকে। সুন্দরী গাছের লবণ সহনের জন্য দুটি অভিযোজিত বৈশিষ্ট্য লেখো।(3+2)




Post a Comment

0 Comments

Close Menu