Ad Code

স্টোন ক্যানসার | Stone Cancer

স্টোন ক্যানসার (Stone Cancer): অম্লবৃষ্টির প্রভাবে যখন মার্বেল পাথর দিয়ে তৈরি অট্টালিকা, প্রাসাদ, স্ট্যাচু ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয় অথবা বিবর্ণ হয়ে পড়ে, তখন তাকে স্টোন ক্যানসার (Stone cancer) বা স্টোন লেপ্রসি (Stone leprosy) বলে।

উদাহরণ: মথুরার তৈল শোধনাগার থেকে নির্গত SO₂ এবং নাইট্রোজেনের অক্সাইড (NOx) শিশির, বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) এবং নাইট্রিক অ্যাসিড (HNO3) তৈরি করে যা আগ্রার তাজমহলের মার্বেল এর (CaCO3) সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটায়। ফলে মার্বেল ক্ষয়প্রাপ্ত হয় এবং বিবর্ণ হয়ে পড়ে।

বিক্রিয়া:

CaCO3 + H2SO4 -----> CaSO4 + CO2 + H2O 

CaCO3 + 2HNO3 → Ca(NO3)2 + CO2 + H2O

Post a Comment

0 Comments

Close Menu