Ad Code

খনিজ ও আকরিক | Mineral and Ore

খনিজ (Mineral): প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ বিভিন্ন অশুদ্ধির সঙ্গে যুক্ত অবস্থায় ভূগর্ভস্থ খনি বা ভূপৃষ্ঠের ওপরে সঞ্চিত থাকে। স্বাভাবিকভাবে প্রাপ্ত এই সমস্ত যৌগগুলিকে নির্দিষ্ট ধাতুর খনিজ বলা হয়। 

উদাহরণ - আয়রনের একটি খনিজ হল আয়রন পাইরাইটিস (FeS₂)

আকরিক ( Ore): যে-সমস্ত খনিজ পদার্থ থেকে সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে উচ্চ গুণমানের ধাতু নিষ্কাশন করা সম্ভব, তাদের আকরিক বলে।

উদাহরণ- বক্সাইট থেকে সহজে ও কম খরচে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, তাই বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক।

Post a Comment

0 Comments

Close Menu