দক্ষিণমেরুতে ওজোন গহ্বর সৃষ্টি হলেও উত্তরমেরুতে হয় না কেন?
উত্তর : উত্তরমেরু অপেক্ষা দক্ষিণমেরুর তাপমাত্রা খুব কম, শীতকালে এই তাপমাত্রা -40° সেলসিয়াসে নেমে আসে। ফলে বরফকণা সৃষ্টি হয়। এই বরফকণা থেকে ওজোন স্তরে গহ্বরের সৃষ্টি হয়। তবে অদূর ভবিষ্যতে উত্তরমেরুতেও ওজোন স্তরে গহ্বর সৃষ্টি হতে পারে, কারণ সেখানে কার্বন মনোক্সাইডের উপস্থিতি লক্ষ করা গেছে, যা ওজোন স্তরে গহ্বর সৃষ্টিতে সক্ষম।
0 Comments