Ad Code

লোহাতে মরচে পড়ার প্রক্রিয়ায় জারণ-বিজারণ উভয়ই ঘটে-বুঝিয়ে দাও

লোহাতে মরচে পড়ার প্রক্রিয়ায় জারণ-বিজারণ উভয়ই ঘটে : 


উত্তর: মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে। প্রথমে লোহা জারিত হয়ে ফেরাস আয়নে (Fe2+) পরিণত হয় ও পরে আবারও জারণ ঘটে ফেরিক আয়ন (Fe3+) উৎপন্ন হয়। এই জারণ ঘটার সাথে সাথে দুটি বিজারণ প্রক্রিয়াও চলতে থাকে - ① জলের হাইড্রোজেন আয়ন (H+) বিজারিত হয়ে H₂ গ্যাস উৎপন্ন হয় ও ② অক্সিজেন গ্যাসের বিজারণে জল উৎপন্ন হয়। 

অতএব, বোঝা যায় যে লোহাতে মরচে পড়ার প্রক্রিয়ায় জারণ-বিজারণ উভয়ই ঘটে।

Post a Comment

0 Comments

Close Menu