স্টিলের নাইট্রাইডিং:
উত্তর: বিশেষ কাজে ব্যবহৃত স্টিলের উপরিতল অত্যন্ত দৃঢ় ও শক্ত করার প্রয়োজনে 1% অ্যামোনিয়ামযুক্ত স্টিলকে অ্যামোনিয়া গ্যাসের আবহাওয়ায় (450-650)°C উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যামোনিয়ার বিয়োজনে উৎপন্ন নাইট্রোজেন স্টিলের উপরিতলে অধিশোষিত হয়ে ধাতব নাইট্রাইডের একটি পাতলা ও দৃঢ় আস্তরণ সৃষ্টি করে। এই পদ্ধতিই স্টিলের নাইট্রাইডিং নামে পরিচিত।
0 Comments