Ad Code

অ্যালগাল ব্লুম | Algal bloom

অ্যালগাল ব্লুম (Algal bloom): ইউট্রোফিকেশনের ফলে কোনো বদ্ধ জলাশয়ে যদি নীলাভ-সবুজ শৈবাল অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তবে সেই জল থেকে খুব দুর্গন্ধ বের হয় ও জলের রং বদলে নীলচে-সবুজ হয়ে যায়। এই ঘটনাকে অ্যালগাল ব্লুম বলে। 

জলাশয়ে শৈবালের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে। অক্সিজেনের অভাবে জলজ প্রাণীদের মৃত্যু হয়। শৈবালের দেহ নিঃসৃত বিষাক্ত টক্সিন জলকে বিষাক্ত এবং ব্যবহারের অযোগ্য করে তোলে। ঘন শৈবালের মধ্য দিয়ে সূর্যালোক জলের গভীরে প্রবেশ করতে পারে না ফলে অন্যান্য নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না।

Post a Comment

0 Comments

Close Menu