ব্যাখ্যা: কর্দমাক্ত জলাভূমিতে যে আলেয়া দেখা যায় সেটি কোনো ভৌতিক ব্যাপার নয়। কারণ কর্দমাক্ত পচা জলাভূমিতে লতাপাতার পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেনের সঙ্গে ফসফিন (PH₃) এবং ফসফরাস ডাইহাইড্রাইড (P₂H₂) গ্যাস থাকে। ফসফরাস ডাইহাইড্রাইড বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে। সেই সঙ্গে দাহ্য গ্যাস ফসফিন এবং মিথেন গ্যাসও জ্বলতে থাকে। মিথেনের পরিমাণ অল্প হওয়ায় এই আগুন জ্বলার পর হঠাৎ করে নিভে যায়। একেই আলেয়ার আলো বলে।
0 Comments