সোনা কি জলে গুলে যায়?
উত্তর: ব্রোঞ্জ বা রুপোর গয়নাকে আকর্ষণীয় করে তোলার জন্য তার ওপর সোনার প্রলেপ দেওয়া হয়। প্রকৃতপক্ষে সোনাকে অ্যানোড, ব্রোঞ্জ বা রুপোর গয়নাকে ক্যাথোড এবং পটাশিয়াম অরোসায়ানাইডকে তড়িদ্বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। একেই চলতি ভাষায় সোনার জল করা বলা হয়। বাস্তবে সোনা জলে গুলে যায় না।
0 Comments