মূলজেব | Root Pocket :
উত্তর: সাধারণত জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলের আগায় মূলত্রের পরিবর্তে এক বিশেষ ধরনের চোঙের মতো আলগা অংশ থাকে যা মূলের অগ্রভাগকে জলজ কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে। এই বিশেষ ধরনের টুপির মতো আলগা অংশকে মূলজেব বলে।
উদাহরণ : লেমনা, টোপাপানা, কচুরিপানা প্রভৃতি জলজ উদ্ভিদে মূলজেব দেখা যায়।
0 Comments