Ad Code

জলের তড়িবিশ্লেষণে ক্যাথোডে V lit H₂ গ্যাস জমা হলে অ্যানোডে কী পরিমাণ O₂ গ্যাস জমা হবে?

উত্তর : জলের তড়িদ্বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত 2 : 1, তাই জলের তড়িবিশ্লেষণে ক্যাথোডে V lit H₂ গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে V/2 lit অক্সিজেন গ্যাস জমা হবে।

Post a Comment

0 Comments

Close Menu