Ad Code

গ্যালভানাইজেশন (Galvanisation) ও গ্যালভানাইজড লোহা (Galvanised Iron)

গ্যালভানাইজেশন (Galvanisation) ও গ্যালভানাইজড লোহা (Galvanised Iron): 

লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিংকের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এবং এইভাবে প্রাপ্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে।


গ্যালভানাইজেশনের উদ্দেশ্য: 

লোহার তৈরি সেতু, বাড়ির গ্রিল, গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশ প্রভৃতি লোহার জিনিস বাতাসের অক্সিজেন ও জলীয়বাষ্পের সংস্পর্শে এলে তাতে মরচে পড়ে। ফলে লোহার জিনিস ক্ষয়প্রাপ্ত হয়। তাই লোহার জিনিসকে দীর্ঘস্থায়ী করতে জিংকের প্রলেপ দেওয়া হয়।


গ্যালভানাইজড লোহার কয়েকটি ব্যবহার 

(1) গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশে। 

(2) লোহার তৈরি সেতুতে। 

(3) বাড়ির গ্রিল ইত্যাদিতে গ্যালভানাইজড লোহা ব্যবহৃত হয়

Post a Comment

0 Comments

Close Menu