Ad Code

তড়িৎলেপনের শর্ত কি

তড়িৎলেপনের শর্ত: 

উত্তর:

(1) যে পদার্থের (ধাতুর) প্রলেপ দিতে হবে তড়িবিশ্লেষ্যের দ্রবণ ওই ধাতুর অ্যানায়নবিশিষ্ট হওয়া উচিত। 

(2) কম মাত্রার সমপ্রবাহ তড়িৎ (Direct current) অধিক সময় ধরে চালনা করা উচিত। 

(3) পরিবর্তী প্রবাহ (Alternative current) ব্যবহার করলে তড়িৎলেপন ঘটবে না।

Post a Comment

0 Comments

Close Menu