ইলেকট্রো-টাইপিং
উত্তর : যে পদ্ধতিতে তড়িৎলেপনের সাহায্যে কোনো ছবি বা অক্ষরের ছাঁচ প্রস্তুত করা হয়, তাকে ইলেকট্রো-টাইপিং বলে।
পদ্ধতি: প্রথমে মোম বা প্লাস্টার অফ প্যারিসের ওপর অক্ষরের একটি ছাপ নেওয়া হয় এবং তার ওপর গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে তাকে তড়িৎ পরিবাহী করে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। যে ধাতুর অক্ষর তৈরি করতে হবে তার পাতকে অ্যানোড রূপে এবং ওই ধাতুর জলে দ্রাব্য লবণকে তড়িবিশ্লেষ্যরূপে ব্যবহার করা হয়। তড়িৎপ্রবাহ চালনা করলে মোমের ছাঁচের ওপর ধাতু জমে। ধাতুর আস্তরণ খানিকটা পুরু হলে ছাঁচ থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। ফলে অক্ষরটির একটি অবিকল প্রতিরূপ পাওয়া যায়
0 Comments