Ad Code

সংকট উষ্ণতা | Critical Temperature

 সংকট উষ্ণতা | Critical Temperature 

উত্তর: যে কোনো বায়বীয় পদার্থের ক্ষেত্রেই একটি বিশেষ উষ্ণতার অস্তিত্ব থাকে, যায় ঊর্ধ্বে থাকা অবস্থায় পদার্থটি কে কখনোই চাপ প্রয়োগের দ্বারা তরলে পরিণত করা যায় না। সেই বিশেষ উষ্ণতা কে বলে সংকট উষ্ণতা বা Critical Temperature. 

সংকট উষ্ণতার (Critical Temperature) উপরে পদার্থটি কে গ্যাস বলে এবং এর নিচের উষ্ণতায় পদার্থটি কে বাষ্প বলে। 

উদাহরণ : CO২ এর সংকট উষ্ণতা 31.4°C । সুতরাং 25°C উষ্ণতায় CO২ কে বাষ্প আর 40°C উষ্ণতায় গ্যাস বলে।

Post a Comment

0 Comments

Close Menu