Ad Code

হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় HCI ব্যবহার করা হয় না কেন

হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় HCI ব্যবহার করা হয় না কেন? 

উত্তর: গাঢ় HCI খুব উদ্‌দ্বায়ী। জিংক ও HCI-এর বিক্রিয়ায় H₂ উৎপন্ন হলেও তাতে অ্যাসিড (HCI) মিশে থাকে। ফলে বিশুদ্ধ H₂ পাওয়া যায় না। তা ছাড়া বিক্রিয়ায় যে জিংক ক্লোরাইড (ZnCl2) উৎপন্ন হয় তা ধাতব জিংকের ওপর আস্তরণ ফেলে; তাই বিক্রিয়া বন্ধ হয়ে যায়।

Post a Comment

0 Comments

Close Menu