Ad Code

পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে কী কী সতর্কতা নেওয়া উচিত

পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে কী কী সতর্কতা নেওয়া উচিত?

উত্তর: পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা উচিত 

(১) উল্‌ল্ফ বোতলটিকে বায়ুনিরুদ্ধ করতে হবে, কারণ- হাইড্রোজেন ও অক্সিজেন-এর মিশ্রণ অত্যন্ত বিস্ফোরক। তাই এই মিশ্রণ আগুনের সংস্পর্শে আসলেই বিস্ফোরণ ঘটতে পারে। 

(২) দীর্ঘনল ফানেলের শেষপ্রান্তটি যেন সর্বদা অ্যাসিডে ডুবে থাকে, নাহলে উৎপন্ন গ্যাসটি (H₂) বেরিয়ে যাবে।

(৩) উল্‌ল্ফ বোতলের কাছাকাছি যেন আগুন না থাকে। 

(৪) উল্‌ল্ফ বোতলের সব বায়ু বেরিয়ে যাবার পর উৎপন্ন H₂ গ্যাসকে গ্যাসজারে সংগ্রহ করতে হবে। 

(৫) জিংকের দানাগুলি যেন অ্যাসিডে ডুবে থাকে।

Post a Comment

0 Comments

Close Menu