হাইড্রোজেনকে 'জল উৎপাদক' বলা হয় কেন
উত্তর: হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস। একে বায়ুতে দহন করলে নীলাভ শিখায় জ্বলে এবং জলীয়বাষ্প উৎপন্ন করে। এইভাবে হাইড্রোজেন থেকে জল উৎপন্ন হয় বলে বিজ্ঞানী ল্যাভয়সিয়াঁর এই গ্যাসের নাম দেন 'জল উৎপাদক'।
বিক্রিয়া : 2H2 + O2 = 2H2O
0 Comments