সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন (Atomic hydrogen) কাকে বলে?
উত্তর: টাংস্টেন তড়িদ্দ্বারের সাহায্যে বিদ্যুৎস্ফুলিঙ্গ (2000°C) সৃষ্টি করে প্রায় শূন্যচাপে হাইড্রোজেন গ্যাস চালনা করলে হাইড্রোজেন অণু ভেঙে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। একে সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন বলে। এই পারমাণবিক হাইড্রোজেন খুবই শক্তিশালী বিজারক।
0 Comments