Ad Code

সাধারণ তুলার সুবেদিতা কি (Sensitivity of beam balance)

সাধারণ তুলার সুবেদিতা(Sensitivity of beam balance): 

উত্তর: সামান্য ভরের পার্থক্যও যে তুলাযন্ত্র সঠিকভাবে নির্দেশ করতে পারে, তাকে সুবেদী তুলা (Sensitive balance) বলে। অতি ক্ষুদ্র ভরের পার্থক্যের কারণে তুলাদণ্ডের সাম্য বিনষ্ট হয় এবং তার ফলে দন্ডের যে প্রান্ত বেশি ভারী সেই অভিমুখে দণ্ডটি হেলে যায়। সামান্যতম ভরের পার্থক্য নিরূপণ করার এই সামর্থ্য তুলাযন্ত্রের একটি বিশেষ ধর্ম। একেই বলা হয় তুলাযন্ত্রের সুবেদিতা (Sensitivity of beam balance)।

সাধারণ তুলার সুবেদিতার শর্ত:

(১) তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 

(২) তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক।

(৩) তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। 

ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণ বা বৈশিষ্ট্য : 

(১) তুলাযন্ত্রটি নির্ভুল হওয়া প্রয়োজন। অর্থাৎ, দুই তুলাপাত্রই খালি অথবা উভয়পাত্রে সমান ভর থাকা অবস্থায় দণ্ডটি যেন অনুভূমিক হয়।

(২) তুলা সুবেদী হওয়া প্রয়োজন অর্থাৎ, দুই তুলাপাত্রে রাখা ভরের সামান্য পার্থক্যও যেন সে সঠিকভাবে চিহ্নিত করতে পারে। 

(৩) তুলা সুপ্রতিষ্ঠ (stable) হওয়া আবশ্যক অর্থাৎ, দোলনরত অবস্থা থেকে সূচক কাঁটা তথা তুলাদণ্ডটি যেন দ্রুত তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। 

(৪) তুলা দৃঢ় (rigid) হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ, তার বিভিন্ন অংশগুলি যেন মজবুত হয়।




Post a Comment

0 Comments

Close Menu