বড়োদিন কি আসলে বড়ো দিন?
উত্তর : আমরা প্রতিবছর 25 ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিনে 'বড়োদিন' পালন করে থাকি। ওই দিন আমরা পৃথিবীর একজন মহান মানুষ তথা খ্রিস্টধর্মের প্রবর্তকের জন্মদিন পালন করি। ওই দিন আসলে কোনো বড়ো দিন নয়। তবে 22 ডিসেম্বর মকরসংক্রান্তিতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড়ো দিন (14 ঘণ্টা) এবং সবচেয়ে ছোটো রাত (10 ঘণ্টা) অনুভূত হয়। অর্থাৎ, তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। তাই দক্ষিণ গোলার্ধে 'বড়োদিন' উত্তর গোলার্ধের মতো শীতল না হয়ে উয় হয়।
0 Comments