Ad Code

সমুদ্রবায়ু কাকে বলে | What is Sea breeze

সমুদ্রবায়ু (Sea breeze)

উত্তর: দিনেরবেলায় সূর্যের তাপে স্থলভাগ সমুদ্রের তুলনায় অনেক বেশি উত্তপ্ত হয়। তাই স্থলভাগ সংলগ্ন বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে যায়। এই শূন্যস্থান পূরণ করতে সমুদ্রের অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহকে সমুদ্রবায়ু বলে।


Post a Comment

0 Comments

Close Menu