Ad Code

স্থলবায়ু কাকে বলে | What is Land breeze

স্থলবায়ু (Land breeze): 

উত্তর: স্থলভাগের তাপ বিকিরণ ক্ষমতা জলের তুলনায় অনেক বেশি হওয়ায় রাত্রিবেলায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে সমুদ্র অপেক্ষা শীতল হয়ে পড়ে। সমুদ্র সংলগ্ন উষ্ণতর বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং ওই স্থান পূরণ করতে স্থলভাগের শীতল ও ভারী বায়ু সমুদ্র অভিমুখে ছুটে যায়। এই বায়ুপ্রবাহকে স্থলবায়ু বলে।

Post a Comment

0 Comments

Close Menu