Ad Code

সদবিম্ব ও অসদবিম্বের পার্থক্য কি | Difference between Real image and Virtual image

বিষয় সদবিম্ব (Real image) অসদবিম্ব (Virtual image)
সংজ্ঞা বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয়, তখন তাকে সদবিম্ব বলে। আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দুবস্তুর অসদবিম্ব বলা হয়।
প্রতিবিম্বের প্রকৃতি সাধারণত বস্তু সাপেক্ষে উলটো (অবশীর্ষ) হয়। সাধারণত বস্তু সাপেক্ষে সোজা (সমশীর্ষ) হয়।
পর্দায় অবস্থান সদবিম্ব চোখে দেখা যায়, পর্দাতেও ফেলা যায়। প্রতিবিম্বের অবস্থানে ফোটোগ্রাফিক প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে। চোখে দেখা গেলেও, পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না।
স্থান উত্তল লেন্স সাধারণত সদবিম্ব গঠন করে। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসদ্ হয়।
উদাহরণ ক্যামেরায় তোলা বস্তুর ছবি হল বস্তুর সদবিম্ব গঠনের উদাহরণ। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব হল অসদবিম্বের সদবিম্ব গঠনের দৃষ্টান্ত।

Post a Comment

0 Comments

Close Menu