বিষয় |
সদবিম্ব (Real image) |
অসদবিম্ব (Virtual image) |
সংজ্ঞা |
বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয়, তখন তাকে সদবিম্ব বলে। |
আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দুবস্তুর অসদবিম্ব বলা হয়। |
প্রতিবিম্বের প্রকৃতি |
সাধারণত বস্তু সাপেক্ষে উলটো (অবশীর্ষ) হয়। |
সাধারণত বস্তু সাপেক্ষে সোজা (সমশীর্ষ) হয়। |
পর্দায় অবস্থান |
সদবিম্ব চোখে দেখা যায়, পর্দাতেও ফেলা যায়। প্রতিবিম্বের অবস্থানে ফোটোগ্রাফিক প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে। |
চোখে দেখা গেলেও, পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না। |
স্থান |
উত্তল লেন্স সাধারণত সদবিম্ব গঠন করে। |
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসদ্ হয়। |
উদাহরণ |
ক্যামেরায় তোলা বস্তুর ছবি হল বস্তুর সদবিম্ব গঠনের উদাহরণ। |
সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব হল অসদবিম্বের সদবিম্ব গঠনের দৃষ্টান্ত। |
0 Comments