Ad Code

কোরাল ব্লিচিং | Coral Bleaching

 কোরাল ব্লিচিং Coral Bleaching: 

উত্তর: সমুদ্রের জলতলের তাপমাত্রার বৃদ্ধিতে কোরালের বর্ণ সাদাটে হয়ে যায়, একই কোরাল ব্লিচিং বলে। কোরালে অবস্থিত মিথোজীবী জুজ্যানথেলি নামক শৈবাল অধিক তাপমাত্রায় কোরালের কলাকোশ থেকে জলে মুক্ত হয়ে এই ঘটনা ঘটে থাকে।

Post a Comment

0 Comments

Close Menu