নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হওয়ার কারণ :
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে। সেজন্য এই অঞ্চল প্রচণ্ড উত্তপ্ত হয়। সারাবছর গড় উত্তাপ 27° সেলসিয়াস পর্যন্ত হয়। এ ছাড়া, নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি হওয়ায় বায়ুতে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। তাই উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দরুন নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয়।
0 Comments