Ad Code

উচ্চরক্তচাপযুক্ত লোকেদের কাঁচা নুন খাওয়া বারন কেন

 উচ্চরক্তচাপযুক্ত লোকেদের কাঁচা নুন খাওয়া বারন কারণ

উত্তর : উচ্চরক্তচাপযুক্ত লোকেদের দেহকোশে সোডিয়াম (Na+) আয়নের পরিমাণ এমনিতেই বেশি থাকে। কাঁচা নুন খেলে কোশমধ্যস্থ তরল থেকে রক্ত জল শোষণ করতে শুরু করে ও রক্তে জলের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ, Na+ এর পরিমাণ আরো বেড়ে যায়। ফলে, রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড ও বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়।

Post a Comment

0 Comments

Close Menu