Ad Code

প্রচুর ঘাম ও ডায়ারিয়া হলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয় কেন

 প্রচুর ঘাম ও ডায়ারিয়া হলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয় কেন 

উত্তর : প্রচুর ঘাম বা ডায়ারিয়া হলে দেহ থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে যায়। এই জলের সঙ্গে Na+ আয়নও প্রচুর পরিমাণে নির্গত হয়। ফলে, দেহতরলে Na+-এর পরিমাণ কমে যায় ও রক্তচাপ হঠাৎ কমে গিয়ে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

Post a Comment

0 Comments

Close Menu