বিন্দু দূষণ (Point Pollution) :
উত্তর: বিন্দু দূষণ বলতে এমন একপ্রকার দূষণকে বোঝানো হয় যেক্ষেত্রে নির্দিষ্ট কোনো উৎসস্থল থেকেই উৎপন্ন দূষক পদার্থ দূষণ সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে দূষণের কারণ হিসেবে উৎসস্থলকে সহজেই দেখা যায়। মনুষ্যসৃষ্ট বেশিরভাগ বায়ুদূষণ কিংবা জলদূষণকে বিন্দু দূষণ হিসেবে ধরা হয়ে থাকে।
0 Comments