Ad Code

সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের পার্থক্য | Difference between Good conductor and Bad conductor

বিষয় সুপরিবাহী পদার্থ (Good conductor) কুপরিবাহী পদার্থ (Bad conductor)
তাপ পরিবহণ ক্ষমতা এর মধ্যে দিয়ে তাপ সহজেই পরিবাহিত হয়। এর মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না
তাপের প্রভাব সুপরিবাহী বস্তুতে তাপ দিলে খুব সহজেই উত্তপ্ত হয়। কুপরিবাহী বস্তুতে তাপ দিলে সহজে উত্তপ্ত হয় না।
তাপ পরিবাহক এদের ক্ষেত্রে পদার্থের অণু এবং মুক্ত ইলেকট্রনগুলি তাপ পরিবহণে অংশ নেয় শুধুমাত্র পদার্থের অণুগুলি তাপ পরিবহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে
পদার্থের প্রকৃতি সাধারণত ধাতুগুলি তাপের সুপরিবাহী হয়। যেমন- তামা, লোহা ইত্যাদি। সাধারণত অধাতুগুলি তাপের কুপরিবাহী হয়। যেমন-কাঠ, মোম ইত্যাদি

Post a Comment

0 Comments

Close Menu