বিষয় |
সুপরিবাহী পদার্থ (Good conductor) |
কুপরিবাহী পদার্থ (Bad conductor) |
তাপ পরিবহণ ক্ষমতা |
এর মধ্যে দিয়ে তাপ সহজেই পরিবাহিত হয়। |
এর মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না |
তাপের প্রভাব |
সুপরিবাহী বস্তুতে তাপ দিলে খুব সহজেই উত্তপ্ত হয়। |
কুপরিবাহী বস্তুতে তাপ দিলে সহজে উত্তপ্ত হয় না। |
তাপ পরিবাহক |
এদের ক্ষেত্রে পদার্থের অণু এবং মুক্ত ইলেকট্রনগুলি তাপ পরিবহণে অংশ নেয় |
শুধুমাত্র পদার্থের অণুগুলি তাপ পরিবহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে |
পদার্থের প্রকৃতি |
সাধারণত ধাতুগুলি তাপের সুপরিবাহী হয়। যেমন- তামা, লোহা ইত্যাদি। |
সাধারণত অধাতুগুলি তাপের কুপরিবাহী হয়। যেমন-কাঠ, মোম ইত্যাদি |
0 Comments