Ad Code

মিটার স্কেলের সীমাবদ্ধতা | Limitations of meter scale

মিটার স্কেলের সীমাবদ্ধতা

উত্তর: [1] মিটার স্কেলে সবচেয়ে ছোটো ঘরের মান হল 1 মিলিমিটার। এই জন্য ঐ স্কেলের সাহায্যে 1 মিলিমিটার বা 0.1 সেমি অপেক্ষা কম পরিমাণ দৈর্ঘ্য পরিমাপ করা যায় না।

[2] এছাড়া মিটার স্কেলের সাহায্যে ১ মিটারের বেশি দৈর্ঘ্যও মাপা যায় না

Post a Comment

0 Comments

Close Menu