Ad Code

অন্তর্জাত(Endogenetic) ও বহির্জাত(Exogenetic) প্রক্রিয়ার পার্থক্য

অন্তর্জাত(Endogenetic) ও বহির্জাত(Exogenetic) প্রক্রিয়ার পার্থক্য 




বিষয় অন্তর্জাত প্রক্রিয়া (Endogenetic Process) বহির্জাত প্রক্রিয়া (Exogenetic Process)
সংজ্ঞা যে প্রক্রিয়ায় ভূ-অভ্যন্তরে সৃষ্ট বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন ঘটে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন শক্তির প্রভাবে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।
প্রক্রিয়াসমূহ মহীভাবক ও গিরিজনি আলোড়ন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি অন্তর্জাত প্রক্রিয়ার অন্তর্গত। আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন, পুঞ্জিত ক্ষয় প্রভৃতি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত।
শক্তির উৎস ভূ-অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপশক্তি এই প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির উৎস। সৌরশক্তি হল এই প্রক্রিয়ার মূল উৎস। এছাড়া নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি হল এই প্রক্রিয়ার পরোক্ষ উৎস।
ভূমিরূপ এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে প্রাথমিক ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি গড়ে ওঠে। এই প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে ও শেষে তা পর্যায়িত ভূমিরূপে পরিণত হয়।
কার্যকাল এই প্রক্রিয়া যেমন আকস্মিকভাবে কাজ করে, তেমনি ধীরে ধীরেও কাজ করে। এই প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে কাজে করে।

Post a Comment

0 Comments

Close Menu