বিষয় |
অন্তর্জাত প্রক্রিয়া (Endogenetic Process) |
বহির্জাত প্রক্রিয়া (Exogenetic Process) |
সংজ্ঞা |
যে প্রক্রিয়ায় ভূ-অভ্যন্তরে সৃষ্ট বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন ঘটে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। |
যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন শক্তির প্রভাবে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। |
প্রক্রিয়াসমূহ |
মহীভাবক ও গিরিজনি আলোড়ন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি অন্তর্জাত প্রক্রিয়ার অন্তর্গত। |
আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন, পুঞ্জিত ক্ষয় প্রভৃতি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত। |
শক্তির উৎস |
ভূ-অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপশক্তি এই প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির উৎস। |
সৌরশক্তি হল এই প্রক্রিয়ার মূল উৎস। এছাড়া নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি হল এই প্রক্রিয়ার পরোক্ষ উৎস। |
ভূমিরূপ |
এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে প্রাথমিক ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি গড়ে ওঠে। |
এই প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে ও শেষে তা পর্যায়িত ভূমিরূপে পরিণত হয়। |
কার্যকাল |
এই প্রক্রিয়া যেমন আকস্মিকভাবে কাজ করে, তেমনি ধীরে ধীরেও কাজ করে। |
এই প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে কাজে করে। |
0 Comments