Ad Code

ধাতব মিটার স্কেল অপেক্ষা কাঠ বা প্লাস্টিকের তৈরি মিটার স্কেল ব্যবহার করা ভালো কেন

ধাতব মিটার স্কেল অপেক্ষা কাঠ বা প্লাস্টিকের তৈরি মিটার স্কেল ব্যবহার করা ভালো কেন

উত্তর: 

উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ লক্ষণীয়ভাবে হয়। সেজন্য ধাতব স্কেল শুধুমাত্র যে উষ্ণতায় আশাঙ্কিত, সেই উষ্ণতা তে সঠিক পাঠ দেবে। কিন্তু কাঠ বা প্লাস্টিকের প্রসারণশীলতা ধাতুর তুলনায় খুবই কম এবং কাঠের বা প্লাস্টিকের স্কেল সমস্ত উষ্ণতায় সঠিক পাঠ দেবে। সেজন্য কাঠ বা প্লাস্টিকের স্কেলের ব্যবহার ধাতব স্কেল অপেক্ষা অধিকতর ভালো।

Post a Comment

0 Comments

Close Menu