সিমেন্ট-বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন?
অথবা,
সিমেন্ট জলের উপস্থিতিতে জমাট বাঁধে কেন?
উত্তর:
সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ- জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালশিয়াম অক্সাইড (CaO), ক্যালশিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়। তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। জলের উপস্থিতিতে সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয়। জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলির জল সংযোজন ও আর্দ্রবিশ্লেষণ ঘটে। সিমেন্টে জল দিলে সিমেন্ট মধ্যস্থ ক্যালশিয়াম যৌগগুলি আর্দ্রবিশ্লিষ্ট হয়ে ক্যালশিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালশিয়াম সিলিকেট ও ক্যালশিয়াম অ্যালুমিনেটের সোদক কেলাস গঠন করে। এই কেলাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করে জালকের সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বাঁধে।
0 Comments