H+ আয়নকে প্রোটন বলা হয় কেন
উত্তর: সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে 1 টি প্রোটন ও তাকে ঘিরে K কক্ষে আবর্তনরত একটি ইলেকট্রন রয়েছে। এই একটিমাত্র ইলেকট্রনকে বর্জন করে H পরমাণু H+ আয়নে রূপান্তরিত হয় স্বাভাবিকভাবেই H+ আয়নের মধ্যে শুধু একটি প্রোটনই পড়ে থাকে। একারণেই H+ আয়নকে প্রোটন বলা হয়।
0 Comments