Ad Code

একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে, কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন?

একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে, কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন ?

উত্তর: পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি। তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে, বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ, প্লবতা প্রয়োগ করবে। তাই বাটিটি জলে ভেসে থাকবে। পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে। তাই পেরেক ডুবে যাবে।

Post a Comment

0 Comments

Close Menu