সাঁতার কাটার সময় হাত-পা সঞ্চালন করতে হয় কেন?
উত্তর: মানুষের দেহ সমআয়তন জল অপেক্ষা হালকা, কিন্তু মাথা সমআয়তন জল অপেক্ষা ভারী। তাই জলে নামলে মানুষের দেহ প্রায় সমআয়তন জল অপসারণ করে প্লবতার মাধ্যমে ওজন হ্রাস করে, ফলে তা সহজেই জলে ভাসে কিন্তু মাথা ডুবে যেতে চায়। সেজন্য জলের মধ্যে হাত ও পা নেড়ে জল থেকে বাড়তি প্লবতা নিয়ে মাথাকে ভাসিয়ে রাখতে হয়।
0 Comments