প্রমাণ মিটার
উত্তর: ফ্রান্সের প্যারিস শহরে 'ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারস'-এর দপ্তরে 0°C (বা 273K) উষ্ণতায় সংরক্ষিত প্ল্যাটিনাম-ইরিডিয়াম (90:10) মিশ্রিত সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের ওপর দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে এক প্রমাণ মিটার বা এক মিটার বলে।
প্রমাণ মিটারের আধুনিক সংজ্ঞ:
[1] 1960 খ্রিস্টাব্দে মিটারের নতুন সংজ্ঞা দেওয়া হয়।
85 ভরসংখ্যাবিশিষ্ট ক্রিপটন গ্যাসের পরমাণু উদ্দীপ্ত অবস্থায় কমলা-লাল রঙের যে আলো বিকিরণ করে শূন্যস্থানে তার তরঙ্গদৈর্ঘ্যের 1650763-73 গুণ দৈর্ঘ্যকে 1 মিটার বলে।
[Ⅱ] 1983 খ্রিস্টাব্দে ওয়েটস অ্যান্ড মেজারস-এর আন্তর্জাতিক সম্মেলনে মিটারের সর্বজনস্বীকৃত যে আধুনিক সংজ্ঞা গৃহীত হয় তা হল-
শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ড সময়ে যে দূরত্ব যায়, সেই দূরত্বকে এক প্রমাণ মিটার বলা হয়। এটিই মিটারের আধুনিক সংজ্ঞা
0 Comments