লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উষ্ণতায় উল্লেখ করা হয় কেন
উত্তর: 4°C বা 277K উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন হয়। এই উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। জলের উষ্ণতা 4°C-এর বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে। এর ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটারের থেকে বেশি হয়। এজন্য লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উষ্ণতায় উল্লেখ করে নির্দিষ্ট আয়তনকে বোঝানো হয়।
0 Comments