Ganga Action Plan (GAP)
1986 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নেতৃত্বে এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায়, গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে পরিকল্পনা গৃহীত হয়েছিল তা গঙ্গা কার্য পরিকল্পনা বা Ganga Action Plan (GAP) নামে পরিচিত।
উদ্দেশ্য বা কর্মসূচি: এই প্রকল্পের উদ্দেশ্য বা কর্মসূচিগুলি হল -
(i) নর্দমার ও খালের দূষিত জল সরাসরি গঙ্গায় না ফেলা,
(ii) দৈনন্দিন জীবনে ব্যবহৃত জল ও শিল্পাঞ্চলের বর্জ্য জল পরিশোধন করার পর গঙ্গায় ফেলতে হবে,
(iii) স্নানের ঘাট মেরামত ও সৌন্দর্যায়ন করা,
(iv) শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা,
(v) শৌচাগার নির্মাণ করা,
(vi) গঙ্গার ভাঙন প্রতিরোধ করা ও গঙ্গার পাড় বাঁধানো,
(vii) শিল্পকেন্দ্রগুলির দূষণ নিয়ন্ত্রণ করা,
(viii) জনমত গঠন ও জনসচেতনতা বৃদ্ধি করা,
(ix) উপযুক্ত কঠোর 'পরিবেশ আইন প্রণয়ন' ও আইনের বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা।
0 Comments