ইলেকট্রনিক ডিজিট্যাল ঘড়ি
উত্তর: ইলেকট্রনিক ডিজিট্যাল ঘড়ি হল নির্ভুল সময় নির্ধারক অত্যাধুনিক ঘড়ি। এই প্রকার ঘড়িতে কোয়ার্টজ কেলাসের কম্পনকে ইলেকট্রনীয় বর্তনীর মাধ্যমে কাজে লাগিয়ে নির্ভুলভাবে সময় মাপা হয়। এই ঘড়ির সাহায্যে বর্তমানে নির্ভুলভাবে 1 মাইক্রো সেকেন্ড (10°s) পর্যন্ত সময় মাপা যায়।
0 Comments