স্কেলার রাশি |
ভেক্টর রাশি |
স্কেলার রাশির কেবল মান আছে, অভিমুখ নেই। |
ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই-ই আছে। |
দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা ফেলার রাশি হয়। |
দুটি ভেক্টর রাশির গুণফল জেলার বা ভেক্টর দুই-ই হতে পারে। |
এক জাতীয় ভেলার রাশির যোগ বা বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী করা হয়। |
অভিমুখ থাকায় এক জাতীয় ভেক্টর রাশির যোগ বা বিয়োগ। বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী করা যায় না |
এককযুক্ত বা এককবিহীন সংখ্যার দ্বারা স্কেলার রাশি প্রকাশ করা যায়। |
কিন্তু ভেক্টর রাশিকে একটি দিক নির্দেশক তির চিহ্ন যুক্ত সরল রেখাংশ দিয়ে প্রকাশ করা হয়। |
0 Comments