বিষয় | দূরত্ব | সরন |
---|---|---|
সংজ্ঞা | কোনো বস্তুকণার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী মোট পথকে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বলে। | কোনো বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বকে তার সরণ বলে। |
রাশি | দূরত্বের একটি নির্দিষ্ট মান আছে কিন্তু (ii) সরশে কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাই নির্দি দূরত্ব একটি স্কেলার রাশি | সরণের মান এবং অভিমুখ উভয়ই নির্দিষ্ট তাই সরণ একটি ভেক্টর রাশি |
মান | গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব (iii) গতি কখনও শূন্য হয় না। |
0 Comments