বিষয় |
চলন |
ঘূর্ণন |
সংজ্ঞা |
নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তু বা বস্তুকণার সরল বা বক্রপথে স্থান পরিবর্তন। |
একটি বিস্তৃত বস্তুর নিজ অক্ষ সাপেক্ষে স্থানান্তরিত না হয়ে দিকস্থিতি পরিবর্তন। |
বৈশিষ্ট্য |
বস্তুর অবস্থান প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। |
বস্তুর অবস্থান সামগ্রিকভাবে অপরিবর্তিত থাকলেও অক্ষ সাপেক্ষে বস্তুস্থিত বিভিন্ন বিন্দুর দিকস্থিতি প্রতি মুহূর্তে বদলে যায়। |
বিন্দুধর্মিতা |
বিন্দু সদৃশ বা বিস্তৃত যে-কোনো বস্তুর ক্ষেত্রে ঘটে। |
ঘূর্ণন শুধুমাত্র বিস্তৃত বস্তুর বৈশিষ্ট্য। |
গতিপথের প্রকৃতি |
সরল বা বক্ররেখা। |
বিস্তৃত বস্তুর পৃষ্ঠতলে অবস্থিত বিভিন্ন বিন্দু বা কণা একই বা ভিন্ন ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তিত হয়, অক্ষস্থিত কণাগুলি শুধু স্থির থাকে |
গতির মাত্রিকতা |
এই গতি সর্বদাই একমাত্রিক। |
|
0 Comments