বেলের উপকারিতা
(i) বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ।
(ii) বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়।
(iii) কাঁচা বা আধ-কাঁচা ফল খিদে ও হজমক্ষমতা বাড়ায়।
(iv) দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকরী।
(v) বর্তমানে বিভিন্ন পরীক্ষায় বেলের পাতা, ফল আর
মূলের অ্যান্টিবায়োটিক বা জীবাণু-প্রতিরোধী ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে।
ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের আদিবাসীদের মধ্যে জ্বর হলে বেলগাছের মূলের ছাল থেকে তৈরি ওষুধ খাওয়ার চল আছে।
1 Comments
Really great helpful. https://vitalforce.me
ReplyDelete