Ad Code

অ্যালকালি রিজার্ভ (Alkali reserve)

 অ্যালকালি রিজার্ভ (Alkali reserve)



উত্তর: বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে কলাকোশে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তে মিশলেও দেহে উপস্থিত বিভিন্ন বাফার তন্ত্রের কার্যকারিতার দরুন রক্তের pH পরিবর্তিত হয় না। বাইকার্বনেট বাফার এই কাজে মুখ্য ভূমিকা পালন করে। রক্তের এই বাইকার্বনেট ঘনত্বকেই অ্যালকালি রিজার্ভ বলে। এই ব্যবস্থা অ্যালকালি রিজার্ভের মতো কাজ করে অ্যাসিডের মাত্রা কমায় এবং রক্তের pH নিয়ন্ত্রণে রাখে।

Post a Comment

0 Comments

Close Menu